নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রকিবুল (২৫) ও মামুন (১৯)।
সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী।
তিনি বলেন, রোববার রাতে আনোয়ার পার্কের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা রাতে নির্জন স্থানে নিরীহ মানুষের গতিরোধ করে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।