খেলা ডেস্কঃ বাংলাদেশের ফুটবল জগতে প্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। নিজের ম্যাচ পরিচালনা করা জার্সি নিলামে তুলে বিক্রি করেন তিনি। আর তার এই কাজটি চোখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। তাই তো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অভিনন্দন জানিয়েছেন তৈয়বকে।
বৃহস্পতিবার (১৪ মে) ফিফা সভাপতি তৈয়বকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশন, এএফসির কর্মকর্তা, সাবেক রেফারিসহ অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনার এই সুন্দর মানসিকতার জন্য। করোনার এই কঠিন সময়ে, আপনার এই প্রশংসনীয় উদ্যোগ অনেকের দুর্দশা দূর করতে সহায়ক হবে।’
গত ৯ মে তৈয়ব হাসান তার একটি প্রিয় জার্সিটি নিলামে তোলেন। ২০১৩ সালে কাঠমাণ্ডুতে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন এই জার্সি পড়ে। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান ৫ লাখ ৫৫ হাজার টাকায় জার্সিটি কিনে নেন।