ত্বকের রং বিভিন্ন কারণে পরিবর্তন হয়

ত্বকের রং বিভিন্ন কারণে পরিবর্তন হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ত্বকের রং পরিবর্তন হচ্ছে, লক্ষণগুলো কীভাবে বুঝবেন।

উত্তর : পিগমেন্টেশন ডিজঅর্ডার মানে হচ্ছে রঙের পরিবর্তন। সাধারণত হাইপার পিগমেন্টেশন বেশি দেখা দেয়। এই হাইপার পিগমেন্টেশনের প্রথম লক্ষণ হলো মেছতা। তবে এটি যে একটি পিগমেন্টারি ডিজঅর্ডার, এটা আমাদের একটু জানাতে হবে। আর মেছতা ছেলেমেয়ে উভয়েরই হয়। কিন্তু মেয়েদের একটু বেশি হয়। বয়স বাড়লে বেশি হয়, মেয়েদের হরমোনের পরিবর্তন, বংশগত কারণও পিগমেন্টরি ডিজঅর্ডারের প্রধান কারণ। চুলার কাছে থাকা, মুখে জন্মনিয়ন্ত্রক ওষুধ গ্রহণ- এসব কারণে এই পিগমেন্টেশনগুলো দেখা যায়।

প্রশ্ন : আর কোনো রোগ কি রয়েছে যেখানে পিগমেন্টেশন হতে পারে?

উত্তর : কসমেটিকস কারণে যেটি হয়, একে আমরা মেছতা বলি। এরপর আছে এইজিং স্পট বা সূর্যের আলোতে পোড়ার কারণেও নানা ধরনের পিগমেন্টারি ডিজঅর্ডার দেখা দেয়।