ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আন্তঃমন্ত্রণালয় সভা

সচিবালয় প্রতিবেদক : ঢাকায় আগামী ১০ জানুয়ারি শুরু হবে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশ নেবে।

টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা হয়।

যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশে অবস্থানকালে দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় জানানো হয়, একদিনের আন্তর্জাতিক এ টুর্নামেন্টকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচসমূহ রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।