তড়িঘড়ি করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক করাটা দুঃখজনক

সচিবালয় প্রতিবেদক : সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতিকে অস্বচ্ছ ও নাজুক বলে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর তড়িঘড়ি করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক করাটা দুঃখজনক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিক্রিয়া এবং এ রায় নিয়ে সরকারের অবস্থান পরিস্কার করতে আইনমন্ত্রী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আনিসুল হক বলেন, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি হচ্ছে অত্যন্ত অস্বচ্ছ ও নাজুক পদ্ধতি। অতীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকার পরও কাউন্সিলের মাধ্যমে না করে বরং স্বেচ্ছাচারিতার মাধ্যমে সুপ্রিম কোর্টের
বিচারকদের অপসারণ করা হয়েছে। এই যে বিচারকদের অপসারণ করাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যর্থতা বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি অস্বচ্ছ বলেই এই পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের স্বাধীনতা এবং তাদের চাকুরির নিশ্চয়তা রক্ষা করা হয়েছিল বলেই আমাদের বিশ্বাস। তাছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর যে কনসেপ্ট এটা শুধু মিলিটারি ডিকটেটরদের বই থেকেই প্রাপ্ত। যেমন ১৯৬২ সালের আইয়ুব খানের সংবিধান। তাই এটা (সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল) গণতন্ত্রের সঙ্গে কিছুতেই খাপ খায় না।’