থাইল্যান্ডে মোটরসাইকেল বোমা বিস্ফোরণে তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে মোটরসাইকেল বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন। সোমবার দক্ষিণের প্রদেশ ইয়ালাতে এ ঘটনা ঘটেছে বলে ইন্টারনাল সিকিউরিটি অপারেশন্স কমান্ড (আইএসওসি) এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণের প্রদেশ নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। স্বায়ত্ত্বশাসনের দাবিতে মালয় মুসলিমরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় লড়াই চালিয়ে যাচ্ছে। ২০০৪ সাল থেকে অঞ্চলে লড়াইয়ে ছয় হাজারের বেশি লোক নিহত হয়েছে। ওই অঞ্চলে সরকারের নিরাপত্তা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করে আইএসওসি।

আইএসওসি’র মুখপাত্র প্রামতি প্রম বলেছেন, ‘সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে বোমা রেখেছিল এবং একটি মার্কেটের পণ্যবাহী গাড়ির পাশে সেটি রেখে দেয়। বিস্ফোরণের প্রচণ্ডতায় তিনজনের প্রানহানি ঘটে।’

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।