
জেলা প্রতিনিধিঃ চলমান লকডাউনের তৃতীয় দিনেও থেমে নেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপার। আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধা পেরিয়ে বিভিন্ন উপায়ে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ফেরিতে পার হচ্ছেন ঢাকামুখী যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ি।
রোববার (২৫ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপার হওয়া ফেরিতে এমন দৃশ্য দেখা যায়। এতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখে নেই মাস্কও। এ সময় অনেক শ্রমজীবী মানুষ ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে পায়ে হেটে ফেরি ঘাটে এসে পৌঁছান। চলাচলকারী ফেরিগুলো ঘাটে আসা যানবাহন ও যাত্রী নিয়েই ঘাট ছেড়ে যাচ্ছে।
চলমান বিধিনিষেধে বন্ধ গণপরিবহন। ফলে ঢাকামুখী যাত্রীরা ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, থ্রিহুইলার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে মহাসড়কে উঠছেন। কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছেন।
এছাড়া বিভিন্ন প্রয়োজনে ঢাকা থেকে নানা উপায়ে আসা মানুষ পাটুরিয়া থেকে ফেরিতে দৌলতদিয়ায় এসে পড়ছেন বিপাকে। বাড়ি বা গন্তব্যস্থলে পৌঁছতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
অন্যদিকে, কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মহাসড়কে টহলের পাশাপাশি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। এ সময় ঘরের বাইরে আসার সঠিক কারণ বলা ও প্রমাণ দিতে না পারলে অনেককেই গুনতে হচ্ছে জরিমানা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ বলেন, ‘যানবাহন কম থাকায় আপাতত তিনটি ছোট ফেরি ও চারটি বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে। ফেরি চললে যাত্রী পারাপার হবেই। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ ও তার তথ্য প্রমাণ দেখালেই কেবল ফেরির টিকিট দেয়া হয়।’