দক্ষিণখানের জঙ্গি আস্তানা থেকে দু্ই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের জঙ্গি আস্তানা থেকে দু্ই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা আত্মসমর্পণ করেন। এরপর পুলিশের কালো রঙের একটি গাড়িতে করে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

এর আগে ভোর রাত থেকে দক্ষিণখানের সূর্য ভিলা নামে তিন তলা ভবন ঘিরে রাখে পুলিশ। ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি।

ঘটনাস্থল থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, বাড়িটিতে নব্য জেএমবির এক শীর্ষ নেতা রয়েছেন। এ ছাড়া ভেতরে আরো জঙ্গি সদস্য অবস্থান করেছে বলে ধারণা করা হচ্ছে।

মনিরুল ইসলাম বলেন, অভিযান শেষ হলে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

তবে পুলিশ জানায়, ভেতরে যারা আছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা যেন আত্মসমর্পণ করে সেই চেষ্টায় চালানো হচ্ছে। তবে ভেতরে অবস্থানরতা বলছে-তাদের শরীরে গ্রেনেড বাঁধা, গ্রেপ্তারের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটাবে।