দক্ষিণখানে শিক্ষার নামে চলছে বাণিজ্য পরিচালনায় ছাত্রলীগ কর্মী

এইচ এম আমান/ শীমুলী/ সুজনঃ রাজধানী দক্ষিণখান এলাকায় নামে বেনামে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মত অসংখ্য স্কুল ও কোচিং সেন্টার। অনুসন্ধানে বেরিয়ে আসে জনসংখার গড়হার ও শিক্ষাতিদের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠান তুলনা মূলক ভাবে অনেক বেশি, আমাদের অনুসন্ধানে জন সাধারণের জ্ঞাতার্থে একটি স্কুলের নাম তুলে ধরা হয়েছে। স্কুলটি নাম হল ডি. এস. এস. স্কুল ও গাইড লাইন কোচিং সেন্টার। যার ভর্তি ফ্রি ও বেতন কাঠামো নিয়ে জানা যায় প্লে গ্রুপে ভর্তি ফ্রি ৫,৮০০ টাকা। মাসিক বেতন ১,০০০ টাকা, সেষন ফ্রি ৫,৩০০ টাকা সহ অন্যান্য বিবিধ খরচ ১৮,১০০/ টাকা বাৎসরিক নির্ধারিত ফর্মে উল্লেখ আছে। পর পর তিন দিন ক্লাসে উপস্থিত হতে দেরি হলে ১দিন অনুপস্থিত ধরা হবে, সে ক্ষেত্রে ৫০ টাকা জরিমানা দিতে হবে। মডেল টেস্ট ফ্রি বাবত ৫০০ টাকা সাংস্কৃতিক উনুষ্ঠান বাবত ৩০০ টাকা সহ মোট ৮০০ টাকা অতিরিক্ত প্রধান করতে হবে। আমাদের প্রতিবেদক জানান উক্ত প্রতিষ্টানের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন। তার সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার প্রতিষ্ঠান টি গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের কোন অনুমোদন নেই, তবে কাগজ পত্র জমা দেওয়া আছে বিষয়টি প্রক্রিয়াধীন, তিনি আরও জানান এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন বিমান বন্দর থানা ছাত্রলীগের এক জন নেতা। কিছুক্ষণ পর নাম প্রকাশের অনিচ্চুক বিমান বন্দর থানা ছাত্রলীগের এক জন নেতা পরিচয় দিয়ে আমাদের সংবাদদাতাকে  ফোন করে জানান একটা স্কুলের প্রধান শিক্ষকের সাথে কি ভাবে কথা বলতে হয় আপনার বোধ হয় জানা নেই। এই কথা টি সাংবাদিকের উপর হুমকি বলে আমরা মনে করছি। তার কাছে আমাদের সংবাদ দাতার প্রশ্ন ছিল আপনার স্কুলে মালটি মিডিয়া  ক্লাস রুম আছে কি? কম্পিউটার লেভ আছে কি? আপনার পতিষ্ঠানের নামের ওয়েব সাইটি সচল আছে কি না? শিক্ষার্থিদের পর্যাপ্ত পরিমান খেলা দুলার মাঠ ও বিনদনের এবং পশিক্ষণের প্রয়োজনিয় ব্যবস্থা আছে কি না? তার জবাবে তিনি বলেন, আমরা সব কিছু মৈনারটেক স্কুল দিয়ে করে থাকি।