দক্ষিণের ৫৫ ভোটকেন্দ্রে ইউপি নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদের স্থগিত ৪৪ ও নতুন করে ১১টি ভোটকেন্দ্রের নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও প্রশাসন।

আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে এ কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ।

ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বরিশাল ও পটুয়াখালী জেলার ১৩টি করে, পিরোজপুর জেলায় ১০টি, ভোলা জেলায় ৭টি ও বরগুনা জেলায় ১টি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোলা জেলার সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মৃত্যুর কারণে সেখানে শুধুমাত্র চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া পটুয়াখালী গলাচিপা উপজেলার পানপট্টি ৬নং ওয়ার্ডে ও বরগুনায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে ভোটকেন্দ্র এলাকাগুলোর প্রার্থীরা শেষ মুহূর্তের গণসংযোগ করে সময় কাটাচ্ছেন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনারে দায়িত্বে থাকা বরিশাল জেলা নির্বাচন কমিশন মো. আবদুল হালিশ মিয়া জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।