
ক্রীড়া ডেস্ক : চতুর্থ টেস্টে চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৩৮০ রানের টার্গেট ছুড়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আজ সোমবার দিনের প্রথম সেশনে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে। আগের ইনিংসে ১৩৬ রানের লিড পাওয়ায় তাদের মোট রান হয়েছে ৩৭৯। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৩৮০ রান।
রোববার ৮ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন মঈন আলী (৬৭) ও স্টুয়ার্ড ব্রড (০)। আজ সোমবার চতুর্থ দিনে তারা দুজন ব্যাট করতে নামেন। সকালের সেশনে ২৩৭ রানের মাথায় ব্রড আউট হয়ে যান। ব্রড আউট হওয়ার ৬ রানের মাথায় (দলীয় ২৪৩) আউট হয়ে যান জেমস অ্যান্ডারসনও। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়। মঈন আলী ব্যাট হাতে ৭৫ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে এই ইনিংসে বল হাতে ৪টি উইকেট নিয়েছেন মরনে মরকেল। দুয়ান্নে অলিভিয়ের নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন কাগিসু রাবাদা। অপর উইকেটটি নেন কেশব মহারাগ।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৬২ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে করে ২২৬ রান। এরপর ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৩ রান করেছে। ৩৮০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।