দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জুমার

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জ্যাকব জুমা। রোববার নিজের দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতারা জুমার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছিল। দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছরের ডিসেম্বরে এএনসি প্রধানের পদ থেকে জুমাকে সরিয়ে দেওয়া হয়। চলতি সপ্তাহের শেষ নাগাদ জাতির উদ্দেশে জুমার ভাষণ দেওয়ার কথা । দলের কিছু নেতা চাইছেন জুমা যেন এর আগেই পদত্যাগ করেন। এসব নেতারা সোমবার এ ব্যাপারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

এএনসির প্রাক্তন সদস্য ও বিরোধী দলের অন্যতম নেতা জুলিয়াস মালেমা এক টুইটার বার্তায় জানিয়েছেন, জুমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

২০০৭ সালে এএনসির প্রধান নির্বাচিত হন জুমা। ২০০৯ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে এর আগ থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০০৫ সালে কয়েক শ কোটি ডলারের অস্ত্র চুক্তিকে ঘিরে জুমার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ। ২০০৯ সালে এসব অভিযোগ থেকে তাকে প্রধান সরকারি কৌঁসুলি নিষ্কৃতি দেন।

গত বছর অবশ্য দেশটির হাইকোর্ট জানিয়েছে, জুমাকে তার বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ মোকাবিলা করতে হবে।