দখলদারদের বাধার মুখে বন্ধ ঢাকার ৪ নদী রক্ষা প্রকল্পের কাজ

নিজস্ব প্রতিবেদক: অবৈধ দখলদারদের বাধার মুখে বন্ধ ঢাকার ৪ নদী রক্ষা প্রকল্পের কাজ। ৮৪৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্পের তুরাগ নদের মাউসাইদ অংশে দফায় দফায় নদীখেকোদের বাধায় প্রায় এক মাসের মতো স্থবির নির্মাণকাজ।

বিআইডব্লিউটিএ বলছে, দখলদারদের দৌরাত্ম্যে, ২২০ কিলোমিটার নদীপথ সুরক্ষার প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়।

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ চার নদী রক্ষায় ২০১৮ সালে প্রকল্প নেয় সরকার। এর অংশ হিসেবে নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করে ঢাকার চারপাশে বৃত্তাকার ২২০ কিলোমিটার নৌপথ সুরক্ষার কথা। কিন্তু তুরাগ নদের অংশের উত্তরখানের মাউসাইদ এলাকায় অবৈধ দখলদারদের বাধার মুখে গত ১৩ জানুয়ারি থেকে বন্ধ ৩ দশমিক ৬০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণকাজ।

বিআইডব্লিউটির কর্মকর্তারা বলছেন, চলতি বছরের আগস্টে নদের এ অংশে প্রকল্প কাজ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় বাধার মুখে বন্ধ হয়ে যাওয়ায় কোনো কাজই করতে পারছেন না তারা।

প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী প্রিন্স মাহমুদ বলেন, গ্রামের লোকজন এসে পুরো কাজটি বন্ধ করে দিয়েছে। সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না। কিছুদিন পর বর্ষা এলে পানি উঠে পড়বে, তখন কাজ করা যাবে না, ফলে কাজটি এক বছর পিছিয়ে যাবে।

এ ঘটনায় উত্তরখান থানায় জিডি করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক।

প্রকল্পটির পরিচালক আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির বলেন, নদীর সীমানা দখলকারীরা দখল করে রেখেছে, তারা সেটি ছাড়তে চাইছে না। থানার জিডি করা হয়েছে। গতবছর সীমানা পিলার করার সময়ও তারা বাধা দিয়েছিল। সে সময় মামলাও করা হয়েছিল।

প্রকল্পের প্রথম ধাপে ২০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের ৫২ কিলোমিটার সম্পন্নের পর তৃতীয় ও সবশেষ ধাপে ১৪৮ কিলোমিটারের কাজ সম্পন্নের কথা রয়েছে।