দলকে কিছু দিতে পেরেছি, এতেই খুশি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান। ওই ম্যাচেই ৮৭ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান।

খাদের কিনারা থেকে ইংল্যান্ডের বিপক্ষে দলকে টেনে তুলেছিলেন। আজও তাই। ১১৭ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিক ও সাব্বির ষষ্ঠ উইকেটে ১০৫ রানের জুটি গড়েন। এর আগে পাঁচবার জুটি গড়লেও তাদের সেরা রান ছিল ৮৭! আজ প্রথমবারের মতো তারা পেলেন সেঞ্চুরির স্বাদ। দলকে ভালো অবস্থানে নিয়ে আসার পাশাপাশি অস্ট্রেলিয়াকে কড়া জবাবও দিয়েছেন দুজন। দুজনই তুলে নিয়েছেন ফিফটি।

মুশফিক রক্ষণাত্মক খেললেও সাব্বির ছিলেন আগ্রাসী। মুশফিক যেখানে ১৮তম ফিফটির স্বাদ পান ১২৪ বলে সেখানে সাব্বির রহমান ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তোলেন ৬২ বলে। দিন শেষে সাব্বির ক্যারিয়ার সেরা ৬৬ রানে আউট হলেও মুশফিক ৬২ রানে অপরাজিত আছেন।

রান

বল মিনিট চার ছয়

সাব্বির রহমান

৬৬ ১১৩ ১৩৬

মুশফিকুর রহিম

৬২* ১৪৯ ২২২

নিজেদের জুটি নিয়ে সাব্বির দিন শেষে বলেছেন,‘উইকেটে মানিয়ে নিতে পারিনি। তাই নিজের মতো করে খেলেছি। মুশফিক (ভাই) ৫০টির বেশি টেস্ট খেলেছেন। আমি মাত্র ৮টি। আমার সঙ্গে যদি মুশফিক (ভাইয়ের) মতো একজন থাকে, আমার কাজ তাকে সাপোর্ট করা। যেটি করার দরকার ছিল, সেটিই করেছি।’

শেষ বিকেলে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন সাব্বির রহমান। আউট হওয়ার আগে দারুণ ব্যাট করেছেন সাব্বির। কিন্তু নাথান লায়নেও হাফভলি বল পুল করতে গিয়ে শরীরের ভারসাম্য হারান সাব্বির। তাতেই পা বেরিয়ে যায় ক্রিজ থেকে। পা অনলাইন থাকলেও আইন অনুযায়ী সাব্বির আউট! তৃতীয় আম্পায়ার আলীম দারও আউট দিতে ভুল করেননি। নিজের উইকেট নিয়ে সাব্বিরের ব্যাখ্যা,‘আসলে ব্যালান্স করতে পারিনি । আমি নট আউট থাকলে দল আরো ভালো অবস্থানে থাকত।’ আউট হয়ে গেলে নিজের অবদানে সন্তুষ্ট সাব্বির,‘আউট হয়ে গেলেও আমি যে মানসিকতা ঠিক করে গিয়েছি সেটা বাস্তবায়ন করে সফল হয়েছি। আরও রান করতে পারতাম। তবে দলকে কিছু দিতে পেরেছি, এতেই খুশি।’