নিজস্ব প্রতিবেদক: দলিত নারীদের উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূর জাহান বেগম।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত নারী ফেডারেশন এ সভার আয়োজন করে।
দলিত নারীদের উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে নূর জাহান বেগম বলেন, ‘ইতোমধ্যে দলিত নারীদের জন্য পৃথক বাজেট বরাদ্দের বিষয়টি বাজেট অধিবেশনে উত্থাপিত হয়েছে। এ ছাড়া নারী পাচার, যৌন নির্যাতন, বাল্যবিয়ে, উত্তরাধিকার, প্রকৃতিক সম্পদে নারীদের সমান অধিকারসহ নির্ধারিত ১৭টি লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের অগ্রগতিতে বর্তমানে নারীরা ব্যাপক ভূমিকা রাখছেন। তাদের নিয়ে বৈষম্য না করে একসঙ্গে কাজ করার সুযোগ দিতে হবে। তাহলে দেশ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে।’
বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের সভাপতি মনি রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।