
ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে এখন অনেক ছেলেই দাড়ি রাখছে। কিন্তু শুধু দাড়ি রাখলেই হয় না, এর সঠিক পরিচর্যারও দরকার আছে। ছেলেরা এখন সৌন্দর্যচর্চায় মেয়েদের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। নারী পুরুষ সবাই সৌন্দর্য পিপাসু। নিজেকে সুন্দর রাখতে কতকিছুই না করে। তারপরও শীতের এই সময়টাতে একটু বেশি যত্ন নিতে হয়। ত্বক এবং চুলের পাশাপাশি ছেলেদের দাড়ির প্রতি বিশেষ নজর দিতেই হয়। কেননা এই সময় দাড়িতে খুশকি, চুলকানি এবং দাড়ি ঝরে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে ব্রণ কিংবা র্যাশের সমস্যা তো রয়েছেই। সুন্দর, পরিপাটি, স্বাস্থ্যোজ্জ্বল দাড়িতে পুরুষের স্মার্টনেস অনেকাংশে নির্ভর করে।
শীতে দাড়ির সঠিক পরিচর্যার টিপস
* ময়েশ্চারাইজড রাখুন
দাড়িকে শীতের সময়টাতে ময়েশ্চারাইজ করা খুবই দরকার। দাড়ির যত্ন নেয়ার অনেকগুলো পণ্য রয়েছে, যেগুলো আপনার দাড়িকে ময়েশ্চারাইজ করতে সহায়তা করে। এগুলো ব্যবহারে ত্বকের চুলকানি প্রতিরোধ হয় এবং ত্বককে আর্দ্র করে।
* ক্লিনজিং
ভালো ক্লিনজার দিয়ে দাড়ি পরিষ্কার করতে হবে। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এবং ল্যাকটিক অ্যাসিডযুক্ত ক্লিনজার দাড়ির জন্য ভালো। সপ্তাহে দু-তিন করলেই যথেষ্ট।
* বিয়ার্ড্রাফ
যত্নের অভাবে খুশকি হতে পারে দাড়িতেও! এই খুশকিকে বলে বিয়ার্ড্রাফ। এটি প্রতিরোধ করতে অবশ্যই নিয়মমাফিক এক্সফোলিয়েট, ক্লিনজিং, ময়েশ্চারাইজ করতে হবে। আর যদি বিয়ার্ড্রাফ হয়ে যায়, তাহলে দয়া করে না জেনে চুলের খুশকিনাশক শ্যাম্পু লাগাতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে। কারণ, মাথার ত্বক আর মুখের ত্বকের অনেক পার্থক্য আছে। শ্যাম্পু লাগাতে হলে টক্সিনফ্রি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে।
* তেল ব্যবহার করুন
দাড়ি ও ত্বককে নরম রাখতে ব্যবহার করুন নারকেল তেল, বেবি অয়েল, ভিটামিন-ই সমৃদ্ধি তেল অথবা এক্সট্রা ভার্জিন অয়েল। শ্যাম্পু করার আগে অবশ্যই তেল ম্যাসাজ করুন। এতে দাড়ির খুশকি দূর হবে, ঝরে পড়া কমবে।
* পরিষ্কার রাখুন
চুলের মত দাড়িকেও নিয়মিত পরিষ্কার রাখুন। যখন আপনার দাড়ি খুব বড় আকার ধারণ করে তখন এটি বেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। কারণ ত্বকের মৃত কোষগুলো দাড়িতে জমা হয় এবং ব়্যাশের সৃষ্টি করে। যা থেকে চুলকানির সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন আপনার দাড়ি পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাড়ি ধোয়ার জন্য প্রাকৃতিক উপাদানগুলোর সঙ্গে হালকা সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
* কন্ডিশনিং করুন
মাথার চুলের মতই আপনার দাড়িকে নরম রাখতে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন এবং কয়েক মিনিট পর এটি ভালোভাবে ধুয়ে ফেলুন। দাড়ি শুকানোর জন্য ব্যবহার করুন নরম তোয়ালে। তবে গায়ে ব্যবহার করা সাবান দিয়ে দাড়ি পরিষ্কার করবেন না। উন্নত মানের টক্সিন ফ্রি শ্যাম্পু দিয়ে দাড়ি পরিষ্কার করুন এবং কন্ডিশনার ব্যবহার করুন।
* এক্সফোলিয়েশন
দাড়িতে খুব সহজে ধুলোময়লা ও ব্যাকটেরিয়া আটকাতে পারে, যা আস্তে আস্তে ত্বকের রোমকূপ বন্ধ করে দেয়। এতে ব্রণের মতো সমস্যা বেশি হয়। এ জন্য সবার আগে দাড়ির অংশের মুখমণ্ডল এক্সফোলিয়েট করতে হবে। এতে দাড়ির নিচের মৃত কোষ দূর হবে এবং ব্রণ প্রতিরোধ হবে। কয়েকভাবেই এক্সফোলিয়েট করা যায়। সবচেয়ে সহজ উপায় হলো গোসলের আগে ভালো মানের ছোট ব্রিসেলের বিয়ার্ড্র ব্রাশ দিয়ে দাড়ি আঁচড়ানো।
পরিশেষে সুন্দর ও আকর্ষণীয় দাড়ির জন্য খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, বিশেষ করে ভিটামিন বি৫, বি৬ এবং বি৯ সমৃদ্ধ খাবার খেতে হবে। চর্বিযুক্ত মাংস, বাদাম, ডিমের কুসুম, দুধ, সবুজ শাক দাড়ির সুস্থতা বজায় রাখে। এ ছাড়া প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর অবশ্যই ধূমপান এবং মদ এড়িয়ে চলতে হবে।