দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিতে নিহত তিন যুবকের পরিচয় পাওয়া গেছে

নাটোর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিতে নিহত তিন যুবকের পরিচয় পাওয়া গেছে। সোমবার দুপুরে তাদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শহরের কানাইখালী এলাকার সোনা মিয়ার ছেলে রেদওয়ান সাব্বির, যুবলীগ কর্মী একই এলাকার হাফেজ লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ ও শহরের কালুর মোড় এলাকার কালু মিয়ার ছেলে সোহেল রানা।

সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে নিহত তিন যুবলীগ কর্মীকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ।

এলাকাবাসী জানান, গত শনিবার রাতে সদর উপজেলার তকিয়া বাজারে যুবলীগ নেতা সাব্বির, আবদুল্লাহ ও সোহেল একটি দোকানে চা পান করছিলেন। রাত ১১টার দিকে দুটি মাইক্রোবাসে ১৫-১৬ জন যুবক এসে তাদের মারধর করে গাড়িতে তুলে নিয়ে রাজশাহীর দিকে চলে যায়।

এরপর তাদের খোঁজ না পেয়ে সাব্বিরের মা রুখসানা বেগম রোববার সকালে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া এ ঘটনায় সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করেছিল যুবলীগ।

কিন্তু তার আগেই সোমবার সকালে বিভিন্ন গণমাধ্যমে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর প্রচারিত হয়। তা দেখে পরিবারের সদস্যরা সদর থানার মাধ্যমে দিনাজপুরের সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে ওই লাশগুলোর ব্যাপারে নিশ্চিত হন। ওই পরিবারের সদস্যরা লাশ নিতে দিনাজপুরে রওনা হয়েছেন।

এদিকে এ ঘটনার পর সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ। সংবাদ সম্মেলনে তারা তিন যুবলীগ কর্মী হত্যার বিচার দাবি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর যুবলীগ সভাপতি আবদুর রাজ্জাক ডাবলু, পৌর যুবলীগের আহ্বায়ক সাঈম হোসেন উজ্জল ও যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম বুলেট।

এ ব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সাব্বিরের বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যাসহ ১২টি ও সোহেলের বিরুদ্ধে তিনটি মামলা আছে। তবে আবদুল্লাহর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। এ ছাড়া নিখোঁজের পর সাব্বিরের মা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।