
নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে জাল টাকাসহ রাসেল মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
রাসেল মিয়া টাঙ্গাইলের সদর উপজেলার দেলদোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বুধবার সকালে অভিযান চালিয়ে জাল টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা চার বন্ধু পালিয়ে যান।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, হিলি সীমান্ত এলাকার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। তার কাছে ৫০০ টাকা নোটের বিভিন্ন সিরিজের ৩৫টি নোট ছিল।