
পুলিশ মহাপরিদর্শকের পরিকল্পনায় একযোগে পরিবেশ ভারসাম্য রক্ষায় দিনাজপুরের ১৩টি উপজেলায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলার ১৩টি উপজেলায় ৩০টি পুলিশের ইউনিটে পুলিশ কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যেকে ১টি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
বৃক্ষ রোপণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধনের সময় পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এই জেলায় ১৩টি থানা ৯টি সার্কেলসহ ৩০টি পুলিশের ইউনিট, পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন ও পুলিশ প্রশাসনের অধিনস্থ যে সমস্ত স্থান রয়েছে ওই স্থানে পরিত্যক্ত জায়গায় এবং যেখানে বৃক্ষরোপন করা যায় সেসব স্থানে চলতি বছর এ পর্যন্ত ৩০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে। লক্ষমাত্রা রয়েছে, এই জেলায় এ বছর ১ লক্ষ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হবে।
দেশের সকল নাগরিক একটি করে বৃক্ষের চারা রোপনে দেশের পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।