দিনাজপুরে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রোববার এ তথ্য জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল হক। তিনি বলেন, ‘চলতি সপ্তাহজুড়েই এ ধরনের আবহাওয়া বিদ্যমান থাকবে।’

টানা শীতে কাঁপছে উত্তরের জনপদ। রোববার ভোরে দিনাজপুরে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে রোববার ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে আজ ভোরে তাপমাত্রা আরো দশমিক ৫ ডিগ্রি কমেছে।

এদিকে তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যাওয়ায় শীতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ঠান্ডা নিবারণ করতে অনেককে খড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা গেছে। অনেকেই ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন।