দিনাজপুরে শিশু ধর্ষণকারীদের ফাঁসি দাবি

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে ৫ বছরের শিশু ধর্ষণের নজীর পৃথিবীতে নেই। শুধুই ওই শিশুকে ধর্ষণ নয়, ঝিনাইদহে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত, বাগেরহাটের মোল্লারহাটে হিন্দু গৃহবধুকে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। বাধা দেওয়ায় তার পা কেটে ফেলা হয়।

পটুয়াখালীতে মা ও মেয়েকে একসঙ্গে ধর্ষণসহ দেশে সংঘটিত সব নারী নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন বক্তারা।

বক্তারা ধর্ষণকারীদের ফাঁসি ও অন্যান্য অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি করেন।

মানববন্ধনে হিন্দু মহাজোটের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জয়ন্ত কুমার সেন সভাপতিত্ব করেন। মানববন্ধনে ছিলেন, নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি ড. সোনালি দাস, উত্তম কুমার দাস, মহিলাবিষয়ক সম্পাদক প্রতিভা বাগচী প্রমুখ।