দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৩৭৬ জন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫১ হাজার ৭৪৫ জন। এর মধ্যে প্রথম দিন অংশ নিয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৬৯ জন। অনুস্থিত ৩৭৬ জন। ২৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, কোথাও কোনো বহিষ্কার কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।