অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সকাল থেকে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছিল লেনদেন। দিনের শুরু থেকে মিশ্র প্রবণতা থাকলেও ৪০ মিনিট পর টানা বাড়তে থাকে সূচক।
লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। তবে টাকার অংকে এ সময়ে লেনদেন ছিল আগের দিনের তুলনায় কিছুটা ধীর গতিতে। আর দিনশেষে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
আগের দিনের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পরিমাণও কমে গেছে। এ দিন ১৫ শতাংশ লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৩৮৯ কোটি টাকা লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৮ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৩ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ২৫ কোটি টাকা লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।