ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরুতে রেকর্ড ট্রান্সফারে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যান পল পগবা। তবে গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালাদের কল্যাণে সঠিক ট্র্যাকে থাকতে সমস্যা হয়নি লিগ চ্যাম্পিয়নেদের।
ইতালিয়ান সিরি’আতে নতুন বছরের শুরুতেই হিগুয়েন ও দিবালার নৈপুণ্যে লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে জুভেন্টাস। গতকাল রাতে লিগ ম্যাচে বোলোগনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
জুভেন্টাসের এ জয়ে জোড়া গোল করেন হিগুয়েন। আর দলের হয়ে অপর গোলটি করেন দিবালা। ঘরের মাঠের এ জয়ে অনন্য রেকর্ডও গড়েছে জুভেন্টাস। ইতালিয়ান ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে হোম ভেন্যুতে টানা ২৬টি লিগ ম্যাচে জিতল জুভিরা।
ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল পান হিগুয়েন। ৪১ মিনিটে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।আর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হেডে জোড়া গোল পূর্ণ করেন হিগুয়েন। বাকি সময়ে আর কেউ গোল না পাওয়ায় ৩-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা জুভিদের সংগ্রহ ১৮ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রোমা।