দিলদার আহমেদসহ তিন মালিককে আবারো জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের দিলদার আহমেদসহ তিন মালিককে আবারো জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- আপন জুয়েলার্সের মালিক তিন ভাই গোলজার আহমেদ, দিলদার আহমেদ ও আজাদ আহমেদ।

এর আগে গত ১৭ মে আপন জুয়েলার্সের মালিক তিন ভাই গোলজার আহমেদ, দিলদার আহমেদ ও আজাদ আহমেদ জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দা। জিজ্ঞাসাবাদে জব্দকৃত সোনার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদি দেখাতে পারেনি আপন ‍জুয়েলার্স কর্তৃপক্ষ। এরপর তারা নথিপত্র উপস্থাপনে সময় চাইলে আজ জিজ্ঞাসাবাদের জন্য সময় নির্ধারণ করে সংস্থাটি।

এর আগে  গতকাল সোমবার শুল্ক গোয়েন্দার পাঁচটি টিম দিনব্যাপী আপন জুয়েলার্সের গুলশানের দুটি শাখা, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারের শাখায় উপস্থিত হয়ে ৮৫ গ্রাহকের অলংকার হস্থান্তর করে। এর মধ্যে আপন জুয়েলার্সের উত্তরা শাখায় ১৫ জন, সুবাস্ত্ত ইমাম শাখায় ১৩ জন, গুলশান ডিসিসি মার্কেট শাখায় ১৫ জন, মৌচাক শাখায় ১৯ জন ও সীমান্ত স্কোয়ার শাখায় ২৩ জনসহ মোট ৮৫ জন গ্রাহক প্রমাণ্য দলিল প্রদর্শন করে গচ্ছিত স্বর্ণালংকার ফেরত নেয়। অবশিষ্ট গ্রাহক উপস্থিত না হওয়ায় তাদের অলংকার ফেরত দেওয়া সম্ভব হয়নি। মূলত বাকি স্বর্ণের বিষয়ে দিলদার আহমেদসহ মালিকপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১৪ ও ১৫ মে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের  গুলশানের দুটি শাখা, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারের শাখায় অভিযান পরিচালনা করে সাড়ে ১৩ মণ স্বর্ণালংকার ও ৪২৭ গ্রাম ডায়মন্ড মজুদ রাখার দায়ে সাময়িকভাবে আটক করে। বৈধ দলিলাদি দেখাতে না পারায় এবং আমদানি ও ক্রয়ের উৎস সন্দেহজনক হওয়ায় সেগুলো সাময়িকভাবে জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণে মধ্যে ১০ কিলোগ্রামের বেশি স্বর্ণ গ্রাহকের রয়েছে দাবি করে জুয়েলার্স কর্তৃপক্ষ। তবে তারা শেষ পর্যন্ত ১৮২ গ্রাহকের সাড়ে ৩ কেজি ওজনের  স্বর্ণালঙ্কার স্বপক্ষে কাগজপত্র দেখাতে সক্ষম হয়।

গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। ৬ মে রাতে ভুক্তভোগীদেরএকজন বনানী থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপরই শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সে অবৈধ অলংকারের বিরুদ্ধে অভিযানে নামে।