দীঘিনালায় ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা জুনেল চাকমা নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার কবাখালি ইউনিয়নে কাঙারীমা ছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্ত রঞ্জন চাকমার ছেলে।

এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল। এ সময় প্রতিপক্ষের অতর্কিত গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ জেএসএসের (এম এন লারমা) কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক গণমাধ্যমকে বলেন, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকে হত্যার খবর পেয়েছি। আমরা মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।