দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আটক ৪

জেলা প্রতিবেদকঃ বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) ভোরে ডেমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট সদর থানা পুলিশ এদের আটক করে।

আটককৃতরা হলেন- ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরফদার মকবুল (৭১), জসি মল্লিক (২৬), মল্লিক সুজাউদ্দৌলা রচি (৪০)। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মকবুল চেয়ারম্যানের মেয়ে মাকসুরা আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মকবুল চেয়ারম্যানের ব্যবহৃত বন্দুক জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ডেমা গ্রামে ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. সজিব তরফদার ও অহেদ মোস্তফা বাপ্পি শেখের সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়।

এতে উভয় পক্ষের ১৬ গুলিবিদ্ধ হয়। আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। একটি বন্দুক জব্দ করা হয়েছে।