দুই তরুণীকে ধর্ষণ মামলাঃ আসামি নাঈম আশরাফকে ১০ দিনের রিমান্ড চাইবে

নিজস্ব প্রতিবেদক : বনানীর হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নাঈম আশরাফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের একথা জানান।

মনরিুল ইসলাম বলেন, ‘মামলার আরেক আসামি সাদমান সাকিফের পাঁচ দিনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

বুধবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আশরাফকে। এরপর তাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রাখা হয়।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। ধর্ষণ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।