
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বনানী থানায় দুই তরুণীর দায়ের করা ধর্ষণ মামলার তদন্তভার ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার এক আদেশে এর তদন্তভার ভিকটিম সাপোর্ট সেন্টারে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উপ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।
গত ২৮ মার্চ বনানীর একটি হোটেলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ নিজের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে যান বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দুই তরুণীকে। সেখানে অস্ত্রের মুখে তাদের হোটেল কক্ষে আটকে ধর্ষণ করা হয়।
ঘটনার ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা (নং-৮) দায়ের করা হয়। তারা হলেন সাদনান সাকিফ, সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী (অজ্ঞাত)। ঘটনার তিন দিন পার হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি।