
নিজস্ব প্রতিবেদক : বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের আলামত খুঁজে পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি।
শনিবার মানবাধিকার কমিশনের হোটেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম বলেন, অনেক সংস্থা এ বিষয়ে তদন্ত করছে। গণমাধ্যমের খবরে আমরা অনেক তথ্য পেয়েছি। এছাড়া সরেজমিনে হোটেল পরিদর্শন শেষে আমরা এ ঘটনায় হোটেলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার আলামত পেয়েছি। তবে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে আরো তদন্ত দরকার।
তিনি বলেন, যে দুটি কক্ষে ঘটনা ঘটেছিল সেগুলো আমরা ভেতর থেকে দেখতে পারিনি। তবে বাইরে থেকে দেখেছি। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। ভুক্তভোগী ও অভিযুক্তদের প্রতিনিধি এখানে এসেছিলেন, তাদের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।
পরিদর্শনকালে হোটেল থেকে প্রয়োজনীয় অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, অবৈতনিক সদস্য নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরীফ উদ্দীন ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) এম রবিউল ইসলাম।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণের ঘটনায় গত ৬ মে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বনানী থানায় মামলা করেন। এই হোটেলে ধর্ষণের ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশন অভিযোগ আমলে নেয়। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে কমিশনের চেয়ারম্যান পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।