দুই পুলিশ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল আদালত থেকে পালিয়েছেন। এ ঘটনায় বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরানুল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই পুলিশ সদস্যের জিম্মায় রুবেলকে আদালতে পাঠানো হয়। কিন্তু তারা ঠিকমতো দায়িত্ব পালন করেননি। এ কারণে সে (রুবেল) পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। ওই দুজনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রুবেলকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি এম এ জলিল।

ঘটনার প্রকাশ, শুক্রবার রাতে বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র্যা ব। রোববার তাকে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফিরছিলেন ওই গারো তরুণী। রুবেলসহ কয়েকজন উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে ৪ নভেম্বর বাড্ডা থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা করেন। এতে রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করা হয়। টঙ্গীর গাজীপুরা এলাকার ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করেন।