মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই বাসের সংঘর্ষে চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের যাত্রীবোঝাই বাসের সঙ্গে বিপরীতমুখী মাওয়াগামী গাংচিল পরিবহনের বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে ও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনার কথা স্বীকার করে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর পর বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।