নিজস্ব প্রতিবেদক : বিনা বিচারে এক যুগের বেশি সময় ধরে কিশোরগঞ্জ কারাগারে থাকা দুই মানসিক রোগী শফিকুল ইসলাম স্বপন (৩৫) ও সাবেদ আলীকে (৪০) কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে আগামী ১৯ জানুয়ারি আদালতে তাদের হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুই মানসিক রোগীর কারাগারে থাকার বিষয়টি আদালতে উপস্থাপন করেন লিগ্যাল এইডের চ্যানেল আইনজীবী কুমার দেবুল দে।