দুই মামলা আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ খালেদার

নিজস্ব প্রতিবেদক : বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

একইসঙ্গে এই দুই মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার এই আবেদন দায়ের করেন। বুধবার তিনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার এই আবেদনের ওপর শুনানি হবে।

ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এ আগামী ১০ এপ্রিল মামলা দুটি অভিযোগ গঠন প্রশ্নে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর দারুস সালাম থানায় একাত্তর পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২৬ জন ও নিউ ভিশন পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।