
সংসদ প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেজালবিরোধী অভিযানে ২৪০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্ট ১৭০টি ও সার্ভিল্যান্স টিম ৭০টি মামলা করেছে।
মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান।
আমির হোসেন আমু জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের সর্বস্তরের জনসাধারণের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিমের বিভিন্ন অভিযানে মোট ২৪০টি মামলা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্ট ১৭০ ও সার্ভিল্যান্স টিম ৭০টি মামলা করেছে। এ সময় ৮৭ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দেশে মোবাইল কোর্ট ১১৫টি ও সার্ভিল্যান্স টিম ১৫৬টি অভিযান চালিয়েছে। মোবাইল কোর্ট চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং দুটি কারখানা সিলগালা করেছে।
তিনি আরো জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) পণ্যের মান নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিকেল ৫টা ৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।