
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অর্থ ও খ্যাতির অভাব নেই তার। জীবনে দুই বোনকে অনেক দামি উপহার দিয়েছেন তিনি। কিন্তু এক সময় অর্থের অভাবে তাদের দুই রুপির উপহার দিয়েছিলেন সঞ্জয়। ভারতীয় একটি সংবাদমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানান সঞ্জয়ের বড় বোন প্রিয়া।
এ প্রসঙ্গে প্রিয়া জানান, সঞ্জয় জেলে থাকা অবস্থায় ভেঙ্গে পড়েছিলেন তারা। তিনি মাঝে মাঝে সঞ্জয়কে দেখতে জেলখানায় যেতেন। রাখির দিনও গিয়েছিলেন। সঞ্জয়কে রাখি পরান তিনি। কিন্তু কোনো উপহার দিতে না পারায় কষ্ট পেয়েছিলেন সঞ্জয়। তবে বোনকে খালি হাতে ফেরাননি তিনি। জেল থেকে পাওয়া দুই রুপির দুটো কুপন সংগ্রহ করে রেখেছিল সঞ্জয়। আর সেই কুপন প্রিয়ার হাতে দিয়েছিলেন। তা আজও যত্নে জমিয়ে রেখেছেন প্রিয়া।
এখন দামি উপহার দিলে কী হবে, এক সময় বোনদের কাছ থেকে ধার নিয়ে সেই পয়সাতেই নাকি উপহার দিতেন সঞ্জয়। এরকম মজার অভিজ্ঞতাও জানিয়েছেন প্রিয়া। হোস্টেলে থাকার সময় নাকি বোন নম্রতার কাছ থেকে ধার নিতেন সঞ্জয়। ধার করা অর্থেই বোনদের উপহার দিতেন এ অভিনেতা। কারণ তখন সঞ্জয়ের পকেট খালি ছিল।