কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন থেকে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সেন্টমার্টিনস্থ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাফিউর রহমান জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের এক কিলোমিটার দূরে একটি ট্রলারকে ধাওয়া করা হয়। পরবর্তী ট্রলারটি আটক করে তল্লাসি চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৫ জনকে আটক করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, টেকনাফে দুটি পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। শুক্রবার ভোরে টেকনাফের নাফ নদীস্থ নাইট্যংপাড়া থেকে ৫০ হাজার এবং সাবরাং থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।