নিজস্ব প্রতিবেদক : রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে ডাকা হরতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে পুলিশের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাংবাদিক নেতারা।
পুলিশের হামলার শিকার দুই সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলীম।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ বলেন, দুই সাংবাদিককে নির্যাতনের মাধ্যমে পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশদের আইনের আওতায় এনে ক্রিমিনাল (অপরাধী) হিসেবে চিহ্নিত করুন। অন্যথায় সারা দেশের সাংবাদিক সমাজ আন্দোলনে নেমে আসবে।
একই সঙ্গে ওই ঘটনার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক চৌধুরী বলেন, ‘দোষীদের বিচার করতে হবে। এই বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করার দাবি করছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, ডিআরইউ সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মো. আলম হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।