
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া একাদশে দুই স্পিনার থাকার সম্ভাবনাই বেশি। নাথান লায়নের সঙ্গী হিসেবে থাকবেন অ্যাশটন অ্যাগার। এমন ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান।
প্রথম টেস্টের দল নিয়ে সোমবার অস্ট্রেলিয়া কোচ বলেছেন, ‘আমরা অবশ্যই অনেক বেশি খেলিনি। সুতরাং আমরা জানি কোথায় আমরা যেতে চাই। টেস্ট উইকেট এবং কন্ডিশন দেখার পর আমরা সিদ্ধান্ত নিব। আমার মনে হয়, সম্ভবত আমরা দুই স্পিনার খেলাব।’
২০১৩ সালে টেস্ট অভিষেকেই ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন অ্যাগার। যেটি অভিষেকে এই পজিশনে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। সেই সিরিজের পর আর টেস্ট খেলা হয়নি তার।
গত ভারত সফরে লায়নের সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়া দলে ছিলেন স্টিভ ও’কিফ। পুনেতে সিরিজের প্রথম টেস্টে ১২ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। তবে বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি ও’কিফকে। লায়নের সঙ্গী হিসেবে মিচেল সোয়েপসনের চেয়ে অ্যাগারই বেশি এগিয়ে।
অ্যাগারকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন লেম্যানও, ‘তার লেংথ অনেক ভালো। গত বছর তার দারুণ একটা শেফিল্ড শিল্ড মৌসুম কেটেছে। তরুণ সোয়েপসনের লেগ স্পিনার হিসেবে ভালো সম্ভাবনা আছে। আমাদের তরুণ হোল্যান্ড আছে, সে দারুণ বল করেছে। তবে অ্যাশটন সত্যিই দারুণ ব্যাটিং করেছে এবং সে দারুণ একজন ফিল্ডারও। আমরা তাকে নিয়ে সত্যিই খুশি।’
‘আমরা আশা করছি অ্যাশটন এই ফর্মটা পুনর্গঠন করবে। তার অলরাউন্ড ম্যাচ আছে। আশা করি, সে এটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবে। উদাহরণ হিসেবে, আমরা যখন তিন পেসার খেলাব, সে ওপরের দিকে খেলতে পারবে। সে আমাদের অনেক সহনশীলতা দিয়েছে’- বলেন লেম্যান।