দুটি প্রতিষ্ঠান তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এগুলো হলো- মিথুন নিটিং এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ড।

ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভায় প্রান্তিক প্রতিবেদন ও সমাপ্ত অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিথুন নিটিংয়ের লিমিটেডের বোর্ডসভা ৩০ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ডের ট্রাস্টি সভা ৩০ নভেম্বর, বুধবার, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।