নিজস্ব প্রতিবেদক: দুনীর্তির মামলায় মুন্সিগঞ্জের প্রাক্তন উপমন্ত্রী মো. আব্দুল হাইকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আব্দুল হাইয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৪ সালে ডিআইটি থেকে বারিধারায় স্ত্রীর নামে ৫ কাঠার একটি প্লট বরাদ্দ নেন আব্দুর হাই। পরবর্তীতে তিনি এ প্লট বিক্রি করে দেন। কিন্তু প্লট বিক্রির বিষয়টি গোপন করে বনানীতে নিজ নামে আরেকটি প্লট নেন।
এভাবে তথ্য গোপন করে প্লট বরাদ্দ নেওয়ায় সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে ৯ নভেম্বর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন মতিঝিল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আজ আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন চান আব্দুল হাই। শুনানি শেষে আদালত প্রাক্তন উপমন্ত্রী আব্দুল হাইকে আট সপ্তাহের জামিন দেন হাইকোর্ট।