দুপুরে মাঠে নামছেন

ক্রীড়া ডেস্ক : বিপিএল অধ্যায় শেষ করেই কন্ডিশনিং ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে ব্যাট-বলের মূল লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ায় নিজেদের পরখ করে নিচ্ছে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটিতে আজ (১৪ ডিসেম্বর) বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।

নর্থ সিডনির ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

প্রস্তুতি ম্যাচে বিরুদ্ধ কন্ডিশনে খেলোয়াড়দের যাচাই করে নিতে চাইবেন বাংলাদেশ কোচ চন্ড্রিকা হাথুরুসিংহে। দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমানকে আজ মাঠে নামানো হতে পারে। ইনজুরিতে দীর্ঘ বিরতির পর আজ আবারও বল হাতে দেখা যেতে পারে বাঁহাতি এ কাটার মাস্টারকে।

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে মাশরাফি-সাকিব-মুস্তাফিজরা।