দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নরেন্দ্র মোদির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মারাত্মক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। বুধবার রাজস্থানের চিত্তোরের কাছে তাকে বহনকারী গাড়িটি একটি ট্রাকেকে সজোরে ধাক্কা দেয়। চিত্তোরগড় থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে কোটা-চিত্তোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা সাতজনের মধ্যে এক নারী নিহত হয়েছেন।

চিত্তোরগড়ের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুরেশ খাতিক বলেছেন, ‘যশোদাবেন ঠিক আছেন। তিনি বিশ্রামে আছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।’

পরিবারটি বরন এলাকার আত্রু থেকে গুজরাটের উনঝায় যাচ্ছিল। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যশোদাবেনে কোটা এলাকার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, যশোদাবেনকে বহনকারী মাইক্রোবাসটিতে সাত আরোহী ছিলেন। তাদের অধিকাংশই আত্মীয় বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে বসন্ত বাই নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। যশোদাবেনের নিরাপত্তার দায়িত্বে থাকা বন্দুকধারী জিতেন্দ্র ও ভিমলা মোদি নামে আরেকজনকে উদয়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।