দুর্নীতির মামলায় দুই কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় অগ্রণী ব্যাংকের প্রাক্তন প্রিন্সিপাল অফিসার মো. হানিফ মিয়া ও সহকারী সেটেলমেন্ট অফিসার বদরুল আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার হবিগঞ্জ ও কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ শাখা থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেডের নবীগঞ্জ শাখা থেকে ৫ লাখ ৩২ হাজার ৭৫০ টাকা আত্মসাতের মামলায় প্রাক্তন প্রিন্সিপাল অফিসার মো. হানিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ অভিযোগে ১৭ জুলাই নবীগঞ্জ (হবিগঞ্জ) থানায় মামলা দায়ের করে দুদক।

রেকর্ডপত্র না থাকা সত্ত্বেও জাল দলিলাদি সৃষ্টিপূর্বক প্রতারণার মাধ্যমে ৬০ শতাংশ জমি আত্মসাতের মামলায় সিলেটের কোম্পানীগঞ্জ সহকারী সেটেলমেন্ট অফিসার বদরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালের ২৪ নভেম্বর কোম্পানীগঞ্জ (সিলেট) থানায় মামলা দায়ের করা হয়।