দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তা মো. আনোয়ারুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

এ বিষয়ে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান ও আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন এম আবুল কাশেম সেলিম।

রিট আবেদনকারীর আইনজীবী এম আবুল কাশেম সেলিম সাংবাদিকদের বলেন, দুদকের অনুসন্ধান কর্মকর্তা আনোয়ারুল হক ২০১০ সালের ১৯ অক্টোবর ব্যবসায়ী মো. আশরাফুল হকের সম্পদের তথ্য বিবরণী চেয়ে প্রথম নোটিশ দেন। প্রথম নোটিশ পাওয়ার পর তথ্য বিবরণী দেওয়া হলেও ২০১১ সালের ৪ এপ্রিল আবার নোটিশ দেন এই কর্মকর্তা। দ্বিতীয়বারও তথ্য বিবরণী দেওয়া হয়।

কিন্তু কয়েক মাস পর ওই বছরেরই ৭ আগস্ট তৃতীয় দফায় আবার নোটিশ দেওয়া হয়। পরে তৃতীয় নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে রিট আবেদন করেন আশরাফুল হক। আবেদনে রুল জারির পাশাপাশি নোটিশের কার্যিকারিতা স্থগিত চাওয়া হয়।

২০১৩ সালের ১৩ জুন বিচারপতি ফারাহ মাহবুব ও এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

পরবর্তী সময়ে ২০১৪ সালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন আশরাফুল হক।

এ লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ আজ দুদক কর্মকর্তা মো. আনোয়ারুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেন।