
গাইবান্ধা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সবধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। ইনশাআল্লাহ্ বন্যার্ত একটি মানুষও না খেয়ে মারা যাবে না।
রোববার দুপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করতে এসে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ সরকারের সময়কালে যখনই দেশে বড় কোনো দুর্যোগ দেখা দিয়েছে, তখনই অত্যান্ত সাফল্যের সঙ্গে দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী দলীয় নেতা-কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ।
পরে সভা শেষে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ফুলছড়ি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।