
অনুসন্ধানী প্রতিবেদন,ঈগল ফাইভ স্টার টিমঃ রাজধানীর উত্তরার দক্ষিণখানে অবস্থিত হাজী বিল্লাত আলী স্কুল, সে স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন মোঃ আলী, ঢাকায় এসে টিউশনি করতেন, এই সুবাদে পরিচয় হয় হাজী বিল্লাত আলীর সাথে নব্বইয়ের দশকে মোঃ বিল্লাত আলীর বাড়ীতে লজিং মাস্টার থাকতে শুরু করেন ।
১৯৯৩ সালে হাজী বিল্লাত আলী তার নিজ নামে স্কুলটি স্থাপন করেন । সেখান থেকে মোঃ আলীর পথ চলা শুরু হয় লজিং থাকার সুবাদে সে অনেক সহজে উপরের সিড়ি দিয়ে দুর্নীতি করার সুযোগ পেয়ে যান । স্কুলটি এম.পি.ও ভুক্ত হওয়ায় সরকারী অনুদান এর টাকা পয়সা আত্নসাধ করে বর্তমানে মোঃ আলী কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বর্তমানে ৩ কাঠার জমির উপর সাত তলা একটি বাড়ী রয়েছে তার, সূত্রে জানা যায়, মোঃ আলী এই বাড়ীটিতে মিনি প্রতিতালয় বানিয়ে রেখেছেন,তার নিয়ন্ত্রণে চলে এই প্রতিতালয় ।
কিছুদিন আগে দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ী থেকে অনেক প্রতিতা ধরে নিয়ে যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান; এই মাস্টার খুব খারপ লোক । এ নিয়ে অনুসন্ধান চলছে । কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলেন এই মোঃ আলী ।