নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মনসুরাবাদ বিভাগীর পাসপোর্ট ও ভিসা অফিসের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল (২৪), সোহাগ (২২) এবং সাজ্জাদ (২৪)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আকরামুল হোসেন জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘ দিন যাবত চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় ছিনতাই, দস্যুতা করে আসছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।