
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকেরা দেশের সবচেয়ে মহান ও সম্মানীয় ব্যক্তি। দেশের অগ্রগতিতে শিক্ষকদের জোরাল ভূমিকা রাখতে হবে।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৪তম ব্যাচে প্রভাষক হিসেবে যোগ দেওয়া নবীন কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা। আর সে পেশার সবচেয়ে সম্মানজনক জায়গায় আপনারা আজ যোগদান করলেন। এখানে আপনাদের অনেক বড় দায়িত্ব। আপনারা দেশ গড়ার কারিগর। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আপনাদের এ দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এস এ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।