দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। আর এই চক্রান্তের মূল হোতা খালেদা জিয়া। তিনি বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর দেশের কোনো আদালত এই নির্মম হত্যাকাণ্ডের কোনো বিচার করেনি। খুনি মোস্তাক-জিয়া, খালেদা, এরশাদ দীর্ঘ দিন ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি। খালেদা জিয়া উল্টো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্রকারীদের স্থান বাংলার মাটিতে হবে না।’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে মানববন্ধনে নায়ক বাপ্পা রাজ, নাট্য অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী শমী কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।